সাম্প্রতিক পোস্ট

এক নজরে হজ্ব ও ওমরাহ্

মাওলানা মুফতী আব্দুল আহাদ 03 আগস্ট



হজ্জের ফরজ ৩টি
১। ইহরাম বাধা ২। উ'কুফে আ'রাফা (আরাফাতের ময়দানে অবস্থান) ৩। তাওয়াফুয্ যিয়ারাত
 
হজ্জের ওয়াজিব ৬টি
(১) 'সাফা ও মারওয়া' পাহাড় দ্বয়ের মাঝে ৭ বার সায়ী করা।
(২) অকুফে মুযদালিফায় (৯ই জিলহজ্জ) অর্থাৎ সুবহে সাদিক থেকে সুর্যদয় পর্যন্ত একমুহুর্তের জন্য
হলেও অবস্থান করা।
(৩) মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিপে করা।
(৪) 'হজ্জে তামাত্তু' ও 'কি্বরান' কারীগণ 'হজ্জ' সমাপনের জন্য দমে শোকর করা।
(৫) এহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো বা ছাটা।
(৬) মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালীন তাওয়াফ করা।
এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত অথবা মুস্তাহাব।
 
ওমরাহর ফরজ, ওয়াজিব
দুইটি ফরজ: (১) ইহরাম পরিধান করা (২) তাওয়াফ
দুইটি ওয়াজিব: (১) সাফা ও মারওয়া মধ্যবর্তী (সবুজ বাতি) স্থানে সাতবার সায়ী করা (২) মাথার চুল
মুন্ডানো বা ছাটা।
 
তালবিয়া
''লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাঈক, লা-শারীকা-লাকা লাব্বাঈক, ইন্নাল হামদা ওয়ান্ নি'মাতা লাকা ওয়াল-মুল্ক, লা শারীকালাক।"
অর্থ: আমি ...


প্রসঙ্গ: প্রবন্ধ মন্তব্য: 0  |  বিস্তারিত পড়ুন

 


আশুরার তাৎপর্য।

মাওলানা মুফতী আব্দুল আহাদ 19 জুলাই


মহররমের ১০ তারিখকে বলা হয় আশুরা। এটা নাম বাচক বিশেষ্য নয়, এটা গুণবাচক বিশেকষণ। বিশেষ কিছু ঘটনা ঘটার কারনেই এ তারিখকে আশুরা বলা হয়। ইমাম বোখারী রহ. তাঁর সহীহ গ্রন্থে একখানা হাদীস হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণনা করেন। তিনি বলেন- রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম যখন হিজরত করে মদীনায় এসে দেখতে পেলেন যে, ইয়াহুদিরা আশুরার দিন রোযা রাখে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম তাদের এ দিনে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলেন যে, তোমরা এ দিনে কেন রোজা রাখ? ইয়াহুদির উত্তরে বললো- এটা ত একটা মহান দিবস, এ দিনে আল্লাহ পাক ফিরাউনকে স্বদলবলে নীলনদে ডুবিয়ে মারেন ও হযরত মুসা আ. কে ফিরাউনের নির্যাতন থেকে নাজাত দান করেন।  
এজন্যে হযরত মুসা আ. এদিনে শুকরিয়াতান রোজা রাখতেন তাই আমরাও এদিনটিতে রোজা রাখি।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বললেন তোমাদের তুলনায় আমি মুসা (আ.)এর সর্বাধিক নিকটতম ( কারণ তিনিও নবী আমিও নবী) তাই এ রোজার হকদার আমিই বেশী। এজন্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু ...


প্রসঙ্গ: প্রবন্ধ মন্তব্য: 0  |  বিস্তারিত পড়ুন

 


যিল-হজ্ব মাসের প্রথম দশকের আমল ও ফজিলত

মাওলানা মুফতী আব্দুল আহাদ 19 জুলাই

হযরত ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দিনসমূহের মধ্যে এমন কোন দিন নাই যেদিনগুলোর আমল আল্লাহর নিকট এই দশ দিন (অর্থাৎ; যিল-হজ্জ মাসের প্রথম ১০ দিন) অপেক্ষা অধিক উত্তম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী! আল্লাহর রাস্তায় জিহাদও কি এই দিনগুলির আমলের চেয়ে প্রিয় নয়? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। তবে হাঁ, যদি কোন ব্যক্তি তার জান-মাল নিয়ে বাড়ি থেকে বের হয় অতঃপর এসবের কিছুই নিয়ে সে বাড়ি না ফেরে (অর্থাৎ; তার সমস্ত মাল আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং সে নিজেও শহীদ হয়ে যায়) তাহলে এমন জিহাদ অবশ্য এই দিনগুলির আমল হতে উত্তম হবে। رواه البخاري))

হযরত ইবনে উমার (রা.) বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, এমন কোন দিন নাই যে দিনের আমল আল্লাহর নিকট এই দশ দিনের আমলের চেয়ে অধিক প্রিয় ও মর্যাদাবান। (অর্থাৎ; এই দশ দিনের আমল অন্য কোন দিনের আমলের সাথে তুলনা যোগ্য নয়) ...


প্রসঙ্গ: প্রবন্ধ মন্তব্য: 0  |  বিস্তারিত পড়ুন