logo

NEWS | বাংলা

স্থানীয় সিম কার্ড সংগ্রহ করে নেওয়া ভালো

১৫ অক্টোবর  |  ইযায কবির

মোবাইলে যেভাবে ভালো ছবি তুলবেনস্মার্টফোনে অর্থ-সংক্রান্ত তথ্য, মেইল, ফেসবুক ব্যবহার করার সুবিধা রয়েছে। যেখানে ভ্রমণ করবেন, সেখানে সহজলভ্য ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারে সতর্ক থাকা উচিত। হোটেলের বিনা মূল্যের ওয়াই-ফাই ব্যবহার করে গুরুত্বপূর্ণ কাজ না করাই উচিত হবে। ভ্রমণের সময় আপনার স্মার্টফোনে ব্রাউজের ক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্টগুলোর দ্বিস্তরের নিরাপত্তাব্যবস্থা ঠিক করে নিন। অনলাইনে আপনি যে যে সার্ভিস ব্যবহার করেন তাতে যদি দ্বিস্তর যুক্ত শনাক্তকরণ-প্রক্রিয়া ব্যবহারের সুযোগ থাকে তা কাজে লাগাবেন। ম্যাকাফির অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ রবার্ট সিসিলিয়ানোর পরামর্শ হচ্ছে এটা। তাঁর মতে, দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তাঁর অ্যাকাউন্টে নিয়মিত পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি লগ ইন করার সময় স্মার্টফোন ও ট্যাবে আরও একটি পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এতে অতিরিক্ত একটি স্তরের নিরাপত্তা পাওয়া যায়। তাই যতক্ষণ হাতে মোবাইল থাকে, ততক্ষণ পর্যন্ত আর কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারছে না সেই বিষয়টি নিশ্চিত হয়। অ্যাপল, গুগল, ফেসবুক, ড্রপবক্সের মতো অনেক সার্ভিসের ক্ষেত্রে দুই স্তরের এই ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে।


আপনার মন্তব্য দিন


Graveter Image