মাওলানা মুফতী ফজলুল হক

তাজমহলের ভাষা

মাওলানা মুফতী ফজলুল হক 19 সেপ্টেম্বর

        (১)

আগ্রা শহরে, যমুনার তীরে, দ্বাড়িয়ে রয়েছে তাজমহল,

প্রেমিকার তরে, কালের কোপলে, চিরনির্ঝর চোখের জল।

যুগযুগ ধরে কহিতেছে ইহা, দৃঢ় প্রত্যয় নিয়া,

স্বামীই হচ্ছে শ্রেষ্ট প্রেমিক; স্ত্রীই হচ্ছে শ্রেষ্ট প্রিয়া।

তাজমহলের পাথরে পাথরে, দাম্পত্য প্রেমের জয় জয় গান,

বাম কবরে স্ত্রী মমতাজ, ডান কবরে স্বামী শাহজাহান।

পবিত্র কালাম মুখেতে জপিয়া যারা বেঁধেছিল বাসর ঘর,

সেই বাসরকে মাটির তলে স্থাপন করিলেন জগদীশ্বর।

কত ভালোবাসা স্বামীর হৃদয়ে প্রিয়তমা স্ত্রীর তরে,

মরিয়াও তারা করিতেছে প্রেম মাটির বাসর ঘরে।

(২)

এটা ছিলনা পরকীয় প্রেম, এটা ছিলনা ভ্রষ্টামী,

বিয়ে না করেই যুবক যুবতীর আধুনিক যত নষ্টামী ।

বোটানিকালে অবিবাহিত কপত কপতী বসে কত,

ওরাও প্রেমিক, ওরাও প্রেমিকা, তবে কুকুর- কুকুরীর মত।

কুকুর মেলে যেখানে সেখানে; কুকুরের নেই বিবাহ বাসর,

দিকে দিকে আজি গজিযে উঠছে বেহায়াপনার আসর।

   (৩)

শাহজাহান ছিলেন পাকা নামাজী, পূত চরিত্রের অধিকারী,

স্ত্রী ব্যতিরেকে অবৈধভাবে খোঁজেননি তিনি অন্যনারী।

তাইতো যখন না ফেরার দেশে পাড়ি জমালেন প্রাণের স্ত্রী,

বিষাদ হইল স্বাধের জীবন, বিষাদ হইল ধরিত্রী।

রাজ্য ছিল, প্রজাও ছিল, শুধু ছিলনা মমতাজ মহল,

তাইতো তিনি মনস্থ করলেন, বানাবেন এক তাজমহল।

এ নহে শুধু সমাধি ...


প্রসঙ্গ: ইসলামী জ্ঞান মন্তব্য: 0  |  বিস্তারিত পড়ুন