বিস্তারিত

নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ

মাওলানা মুফতী আব্দুল আহাদ 20 নভেম্বর

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ

নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ । [সূরা আহযাব-৬]

এ ব্যাপারে কারো দ্বিমত নেই যে, খ্রিস্টীয় ষষ্ঠ শতাব্দী ইতিহাসের সর্বাধিক অন্ধকারময় ও অধঃপতিত যুগ। শতাব্দীর পর শতাব্দী ধরে বিব্ধস্ত মানবতা যেভাবে অধঃপতন ও অবনতির দিকে ধাবিত হচ্ছিল এ সময়ে এসে তা তার চুড়ান্ত সীমায় পৌঁছে যায়। জাহিলিয়াতের আঘাতে মাবনতার ভিত দুর্বল ও নড়বড়ে হয়ে পরেছিলো এবং মানবতা মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিলো। ঠিক তখনই মহান আল্লাহ তা‘আলা মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ওহী ও রেসালতের দায়িত্ব দিয়ে প্রেরণ করেন। তিনি সেই মুমূর্ষ মানবতাকে নতুন জীবন দান করেন এবং অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। বিশ্বস্ত ঐতিহাসিকগণ এ সস্পর্কে আমাদের সামনে বিস্ময়কর এমন সব ঘটনা তুলে ধরেছেন যা ইসলাম ছাড়া আর কোথাও পাওয়া যাবে না।

বুখারীর এ বর্ণনায় বর্ণিত হয়েছে, তাবেয়ী মা‘রূর ইবনে সুয়াইদ রাহ.। ইনি কুফার অধিবাসী ছিলেন। হাদীসশাস্ত্রের ইমামদের কাছে ‘ছিকা’-বিশ্বস্ত ছিলেন। তিনি বলেন, আমি রাবাযায় আবু যর গিফারী রা.-এর সাথে সাক্ষাৎ করি। দেখলাম, তাঁর পরনে যে পোশাক তাঁর গোলামের পরনেও সেই পোশাক। আমি তাঁকে এই অভিন্নতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি তখন তাঁর জীবনের একটি ঘটনা শোনালেন-

একবার এক ব্যক্তির সাথে আমার কটূক্তি বিনিময় হয়ে গেল। আমি তাকে তার মায়ের কথা বলে খোঁটা দিই।...

খোঁটাটা কী ছিল? রেওয়ায়েতে আছে যে, ‘আবু যর গিফারী রা. তাকে-

يا ابن السوداء ‘হে কালো মায়ের সন্তান!’ বলে সম্বোধন করেছিলেন।’

একে তো গায়ের রং নিয়ে খোঁটা দেয়া, দ্বিতীয়ত কথা কাটাকাটি হয়েছে একজনের সাথে, সেখানে মায়ের কী অপরাধ? এই ব্যক্তি গিয়ে নবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে অভিযোগ দায়ের করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন-

أَعَيّرْتَهُ بِأُمِّهِ؟ إِنّكَ امْرُؤٌ فِيكَ جَاهِلِيّةٌ.

‘তাকে তার মায়ের কথা বলে লজ্জা দিলে! তুমি তো দেখছি এমন লোক, যার মধ্যে জাহেলিয়াত রয়ে গেছে!’

বিদায় হজ্বের ভাষণে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন: জাহিলিয়াতের সব কর্মকা- আমার পায়ের নিচে। প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠিত করেছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বাক স্বাধীনতা ও মত প্রকাশের শিক্ষাও তিনি দিয়েছিলেন। আজকে যারা মানবাধিকার প্রতিষ্ঠার ঠিকাদারি নিয়েছে তাদের দ্বারাই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আক্রান্ত হয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আক্রমণ করাই যদি হয় তোমাদের সভ্যতা তাহলে তোমাদের সেই সভ্যতাকে বলবো আমি অভস্যতা। তোমরা ভালো করে মনে রেখ। মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের প্রাণের চেয়েও আপন যে কোন মূল্যে আমরা তার সম্মান রক্ষা করতে বদ্ধপরিকর। আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও তাঁর সম্মান রক্ষা করতে প্রস্তুত। তোমরা ইতিহাসের পাতাটা একটু উলটিয়ে দেখে নিও।

توحید کی امانت سینوں میں ہمارے ٭ آساں نہیں ہے مٹانا نام و نشاں ہمارا

باطل سے دبنے والے آئے آسماں نہیں ہم٭ سوبار کرچکا ہے تو امتحاں ہمارا


প্রসঙ্গ: প্রবন্ধ মন্তব্য: 0


আপনার মন্তব্য লিখুন


Graveter Image

নাম

April 12