বিস্তারিত

মুসলমান একটি পবিত্র নাম!!!!

মাওলানা মুফতী আব্দুল আহাদ 06 সেপ্টেম্বর

 

একটা গল্প দিয়ে শুরু করলাম, এক বুড়ির খেজুরের রসের পায়েস খাওয়ার খুব সখ ছিল। অনেক কষ্ট করে একদিন সে খেজুরের রসের পায়েস পাক করলো। বুড়ির বাড়ির পাশে একটা বানর ছিল। বানর এসে বুড়ির সখের পায়েস খেয়ে গেল, আর যাওয়ার সময় একটু পায়েস বুড়ির ছাগলের মুখে লাগিয়ে দিয়ে গেল। বুড়ি এসে পেটন ছাগলকেই দিলো কারণ; পায়েস ত ছাগলের মুখেই লেগে ছিল! আসল ঘটনা আশা করি জ্ঞানীরা সহজেই বুঝতে পেরেছে।

 

১৭শ খৃস্টাব্দে ইংরেজরা ভারত বর্ষে  আগমণ করে। ১৭১২ খৃঃ বাংলার সুবেদার আজীমুদ্দীনের কাছ থেকে  সুতানুটি, গোবিন্দপুর, এবং কলকাতা নামক গ্রাম খরীদ করে। ১৭৫৭ সালে পলশী যুদ্ধ হয়, মির জাফরের কারণে বাংলার নবাব সিরাজ উদ দৌলা পরাজিত হয়। এদের দখলদারী শুরু হল, ১৭৫৭ সালে। আর ১৮৫৭ সালে দিল্লীর সর্বশেষ মুসলিম সম্রাট বাহাদুর  শাহকে পরাজিত করে ইংরেজরা ভারত বর্ষে তাদের পূর্ণ রাজত্ব কায়েম করে। সার কথা, ইংরেজদের ভারত বর্ষ দখল করতে সময় লাগে ১০০ বছর। (১৭৫৭ থেকে ১৮৫৭) এরপর অনেক কথা......। ১৫ আগস্ট ১৯৪৭ ভারত স্বাধীন হয়? ১৪ আগস্ট ১৯৪৭ সালে পাকিস্থান স্বাধীন হয়। আমার প্রশ্ন: দীর্ঘদিন ভারত বর্ষে হিন্দু-মুসলিম এক সাথে বসবাস করল আর সে সময় ভারত বর্ষের শাসক ছিলো মুসলমানরা। তখন দেশ ভাগ হওয়ার দরকার পরলো না?আর ইংরেজদের ঔপনিবেশিকতার পরেই এমন জটিল সমস্যার সৃষ্টি হল! এসব ইতিহাসের গোড়ায় কখনও আমরা হাত দেই নি, আর দেয়ার সুযোগ ও তারা রাখেনি। ডাব্লিউ ডাব্লিউ উইলিয়াম হান্টার তার লেখা “আওয়ার ইন্ডিয়ান মুসলিম” বইয়ে লিখেন-indian in colour and nation bat English moral and inpellept. বর্ণ ও জাতি পরিচয়ে যদিওবা ইন্ডিয়ানরা এক, কিন্তু নৈতিকতা ও মনমগজের দিক দিয়ে তারা ইংলিশদের মত। আজকে সারা পৃথিবীতে যেখানেই যাদের মধ্যে দন্ড-কলহের আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে, স্মরণ রাখতে হবে এর পেছনে এদেরই হাত রয়েছে। কস্মিন কালেও এর সাথে মুসলমানরা জড়িত নয়।  বিস্তারিত দেখতে পারেন, (অতুল চন্দ্র রায়ের লেখা বাই- আধুনিক ইওরোপের ইতিহাস থেকে।


প্রসঙ্গ: প্রবন্ধ মন্তব্য: 0


আপনার মন্তব্য লিখুন


Graveter Image

নাম

April 12